• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চলন্ত বিআরটিসি বাসে আগুন, অল্পতে রক্ষা যাত্রীদের


বরিশাল প্রতিনিধি অক্টোবর ২৮, ২০২৫, ০৪:২৯ পিএম
চলন্ত বিআরটিসি বাসে আগুন, অল্পতে রক্ষা যাত্রীদের

ছবি : প্রতিনিধি

বরিশাল: ঢাকা–বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজা এলাকায় চলন্ত বিআরটিসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর বাসের সব যাত্রী নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বরিশাল থেকে খুলনাগামী একটি বিআরটিসি বাস ইচলাদী টোল প্লাজা অতিক্রম করার সময় হঠাৎ ধোঁয়া দেখা যায়। চালক মো. শাহজালাল বলেন,যাত্রীরা ধোঁয়া দেখে চিৎকার শুরু করলে আমি দ্রুত বাস থামাই। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। সবাই বাস থেকে নিরাপদে নেমে যায়।

বরিশাল উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন,ঘটনাস্থল পরিদর্শন করেছি। যান চলাচল স্বাভাবিক করতে আমরা কাজ করছি। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

পিএস

Wordbridge School
Link copied!