• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিদেশিদের বন্দর দেওয়ার প্রতিবাদে শ্রমিকদের গণ-অনশন


চট্টগ্রাম প্রতিনিধি নভেম্বর ১, ২০২৫, ০৪:২১ পিএম
বিদেশিদের বন্দর দেওয়ার প্রতিবাদে শ্রমিকদের গণ-অনশন

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির হাতে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে অনশন কর্মসূচি পালন করছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনশন পালন করছেন সংগঠনের নেতারা। তারা দাবি করেছেন, চট্টগ্রাম বন্দর লাভজনক সত্ত্বেও বিদেশি কোম্পানির স্বার্থ ও আন্তর্জাতিক কৌশলের অংশ হিসেবে নিউমুরিং টার্মিনাল ও লালদিয়ার চর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে।

শ্রমিক নেতারা জানিয়েছেন, বিনা প্রতিরোধে এই চুক্তি বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার বন্দর এলাকায় একমাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। তারা প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগ সরকার বিনা টেন্ডারে ডিপি ওয়ার্ল্ডকে টার্মিনাল হস্তান্তর করার ব্যবস্থা করলেও গণ অভ্যুত্থানের পর বর্তমান সরকার কেন তা বাস্তবায়ন করছে।

নেতারা আরও জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের রক্ষায় শহরের নাগরিক, শ্রমিক, পেশাজীবী ও ছাত্ররা ঐক্যবদ্ধ। প্রয়োজনে কঠোর কর্মসূচি দিয়ে দেশের স্বার্থবিরোধী এই তৎপরতা প্রতিহত করা হবে। সম্প্রতি বন্দরের মাশুল বৃদ্ধিকেও তারা ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেছেন।

চট্টগ্রাম বন্দর বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকার লাভে থাকে। তবু বিদেশি কোম্পানির হাতে হস্তান্তরের আগে সরকারের বন্দর ট্যারিফ ৪১ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এছাড়া বন্দর দেশের একমাত্র প্রধান আমদানি-রপ্তানি কেন্দ্র হওয়ায় এর সঙ্গে সার্বভৌমত্ব ও নিরাপত্তার কৌশলগত বিষয় জড়িত।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণমুক্তি ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাজা মিঞা, ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি খোরশেদ আলম, স্কপের যুগ্ম সমন্বয়ক রিজওয়ানুর রহমান, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক অ্যাড. শফি উদ্দিন কবির আবিদ, বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সেক্রেটারি ইব্রাহিম খাকন, ডক শ্রমিক দলের সেক্রেটারি আখতারউদ্দিন সেলিমসহ অন্যান্য নেতাকর্মীরা।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!