• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভোলায় বিএনপি-জাপার পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১, ২০২৫, ০৪:৪৮ পিএম
ভোলায় বিএনপি-জাপার পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ছবি: সংগৃহীত

ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (জাপা) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। শনিবার দুপুরে শহরের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই জেলা বিএনপি ও জাপা’র কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি চলছিল। পরে জাপার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নতুন বাজারে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি একই স্থানে গিয়ে শেষ হয়।

মিছিলের পর সমাবেশের আয়োজন করেন জাপার নেতাকর্মীরা। অন্যদিকে শহরের মহাজনপট্টিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ শেষে একটি মিছিল বের করেন দলের নেতা-কর্মীরা। নতুন বাজারের পৌর ভবনের সামনে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি-ছোঁড়াছুঁড়ি হয়, পরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!