ছবি: প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলায় তিনজন সরকারি কর্মকর্তা-কর্মচারী সরকারি চাকরি করেও উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন-এমন অভিযোগ উঠেছে।
সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী সরকারি চাকরিতে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলের রাজনীতিতে সরাসরি যুক্ত থাকা আইনত নিষিদ্ধ।
অভিযোগে জানা গেছে, ইসলামপুর সরকারি কলেজের প্রভাষক নূরে আলম মনিউ উপজেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়া ইসলামপুর উপজেলার মালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবির হোসেন বিপুল মাস্টার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। অন্যদিকে ইসলামপুর সরকারি কলেজের লাইব্রেরিয়ান হাফিজুর রহমানও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
আইন বিশেষজ্ঞরা জানান, সরকারি চাকরিতে থেকে সরাসরি রাজনৈতিক পদে যুক্ত থাকা সরকারি কর্মচারী আচরণ বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।
সরকারি চাকরির পরও বিএনপির দায়িত্বশীল পদে থাকা নিয়ে ইসলামপুরের বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এই বিষয়ে ইসলামপুর সরকারি কলেজের লাইব্রেরিয়ান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ‘আমি ৪০ বছর ধরে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, এতে কোনো সমস্যা হয়নি। আমার চেয়েও দেশের বড় বড় সরকারি চাকুরিজীবিরা রাজনীতি করছেন, তাদেরতো কিছু হয়নি।’
ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, ‘আমাদের কমিটি হওয়ার সময় তাদের সরকারি চাকরির সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা জানা ছিল না। এখন ভালো করে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এসএইচ







































