• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মনোনয়ন না পেয়ে বিএনপি নেতার সমর্থকদের সড়ক অবরোধ


চট্টগ্রাম প্রতিনিধি নভেম্বর ৩, ২০২৫, ০৮:৫৯ পিএম
মনোনয়ন না পেয়ে বিএনপি নেতার সমর্থকদের সড়ক অবরোধ

ছবি: প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিএনপি নেতা আসলাম চৌধুরীর সমর্থকেরা। সোমবার রাত সাড়ে ৭টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাইপাস এলাকায় তারা এ অবরোধ শুরু করেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, ‘আসলাম চৌধুরীর সমর্থকেরা মহাসড়ক অবরোধ করেছে। বর্তমানে অবরোধ চলমান রয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে আছে।’

স্থানীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের তালিকায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আসলাম চৌধুরীর নাম না থাকায় তার সমর্থকেরা ক্ষোভে ফেটে পড়েন। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন।

অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি মজিবুর রহমান।

এদিকে মাদারীপুর-১ আসনে জামান কামাল নুরুউদ্দিন মোল্লার নাম ঘোষণা করা হয়। এই আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বাদ পড়েন। এরই প্রতিবাদে লাভলুর কর্মী-সমর্থকরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাঁচ্চরে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে শত শত যানবাহন।
 

এসএইচ


 

Wordbridge School
Link copied!