ছবি: প্রতিনিধি
বরগুনায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিনের অফিস এবং ব্যক্তিগত আচরণ নিয়ে কয়েকজন সাংবাদিকের প্রতিবেদন প্রকাশের পর তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তার অফিসে দীর্ঘদিন থেকে অননুমোদিতভাবে অবস্থান এবং সরকারি জায়গায় বসবাসের ছবি ও তথ্য ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে গত ২ নভেম্বর বৈশাখ টেলিভিশন বরগুনা জেলা প্রতিনিধি রাসেল শিকদার ও এ ওয়ান টিভি প্রতিনিধি জয়নাল আবেদীন রাজুসহ অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে মামলা রুজু করা হয়।
সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের হলেও ঘটনাটি নিয়ে বরগুনার সাংবাদিক নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, বরগুনা জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর কবির মৃধা ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান তাপস সংবাদ মাধ্যমে জানান, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা প্রদান করা হয়েছে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন দীর্ঘ সময় ধরে অফিসের তৃতীয় তলায় থাকা গেস্ট রুমে অবস্থান করছেন। এই সময় তার সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মমতাজ বেগম। এছাড়া তিনি স্থানীয় এক স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নিপার সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। পরে এই বিষয়টি নিয়ে পারিবারিক ও সামাজিক দ্বন্দ্ব দেখা দেয়।
জসিম উদ্দিনের বিরুদ্ধে সাংবাদিকরা যে প্রতিবেদন প্রকাশ করেন, তা অনলাইনে ছড়িয়ে পড়লে কর্মকর্তার পক্ষ থেকে সরাসরি আদালতে মামলা দায়ের করা হয়। বরগুনা সদর থানার পুলিশ ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ পায়।
জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, অনেক অফিসে সরকারি কর্মকর্তা অবস্থান করছেন। তবে বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তার অফিসে দীর্ঘ সময় বসবাসের বিষয়টি তার জানা ছিল না। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় বরগুনার সাংবাদিক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং প্রশাসনের কাছে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।
এসএইচ







































