ছবি: প্রতিনিধি
চট্টগ্রাম মহানগর শাখার আমির হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নজরুল ইসলাম। এর আগে তিনি ভারপ্রাপ্ত আমিরের দায়িত্বে ছিলেন। বুধবার সন্ধ্যায় নগর দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন তিনি। শপথ পাঠ করান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। নজরুল ইসলাম ২০২৫–২৬ কার্যকালের জন্য দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে বক্তারা আল্লাহভীরু নেতৃত্বের গুরুত্ব এবং সমাজ গঠন ও সেবামূলক কার্যক্রমে সক্রিয় থাকার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মুহাম্মদ তাহের।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা অধ্যাপক আহসানুল্লাহ, শাহজাহান চৌধুরী, ডা. এ কে এম ফজলুল হক, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, অধ্যাপক নুরুল আমিন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এসএইচ







































