• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যুব সমাজ ও মহিলাদের কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: খসরু 


চট্টগ্রাম প্রতিনিধি নভেম্বর ৫, ২০২৫, ০৯:৩৩ পিএম
যুব সমাজ ও মহিলাদের কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: খসরু 

ছবি: প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন ধারার রাজনীতিতে জনগণের সঙ্গে জবাবদিহি গড়ে তোলা বিএনপির মূল লক্ষ্য। দায়িত্বশীলতা নিশ্চিত করতে বিভিন্ন সভা ও সেমিনারে প্রশ্নোত্তর পর্বকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত "আমার প্রথম ভোট ও আগামীর বাংলাদেশ" শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও প্রার্থীরা, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি এবং বিভিন্ন পর্যায়ের নেতারা।

আমীর খসরু বলেন, বৃহৎ সভাগুলোতে বক্তৃতার সময় কমিয়ে প্রশ্নোত্তর পর্ব দীর্ঘ করা হচ্ছে। শিক্ষার্থীদের নতুন রাজনীতির সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, যারা স্টেজে আসবেন, সরাসরি মূল পয়েন্টে কথা বলবেন এবং সময়ের অপচয় করা হবে না।

তিনি বিএনপির ভোটদানের কারণ ও দলের অর্থনৈতিক নীতি তুলে ধরেন। বাংলাদেশে প্রথম বহুদলীয় গণতন্ত্র স্থাপনে বিএনপির ভূমিকা এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার কথা উল্লেখ করেন।

ভবিষ্যতের মেগাপ্রজেক্ট বাস্তবায়নে চারটি নীতি অনুসরণ করার কথা জানান—ভ্যালু ফর মানি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণ। ১৮ কোটি মানুষের জন্য পরিকল্পনা স্বচ্ছ ও সঠিক হবে।

প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, যুব সমাজ ও মহিলাদের কর্মসংস্থানের জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের আইটি স্কিলে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন কাজে নিযুক্ত করার পাশাপাশি মহিলাদের অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ দেওয়া হবে।

আমীর খসরু বলেন, অর্থনীতিতে সবাইকে যুক্ত করতে হবে এবং বাড়িতে বসে তৈরি পণ্য ডিজাইনিং ও ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বিক্রি করে অর্থনীতিতে অবদান রাখা যাবে। নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে জেন-জি, এবং বিএনপি ও তারেক রহমান সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি করেছেন।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!