• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চট্টগ্রামে আবারও গোলাগুলি, এবার গুলিবিদ্ধ অটোরিকশাচালক


চট্টগ্রাম প্রতিনিধি নভেম্বর ৬, ২০২৫, ০৭:৩৪ পিএম
চট্টগ্রামে আবারও গোলাগুলি, এবার গুলিবিদ্ধ অটোরিকশাচালক

ছবি: প্রতীকী

চট্টগ্রামের চালিতাতলী এলাকায় টানা দুই দিনে দ্বিতীয়বারের মতো গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এ ঘটনায় মো. ইদ্রিস আলী নামে এক অটোরিকশাচালক গুলিবিদ্ধ হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, গুলিবিদ্ধ অবস্থায় আহত অটোরিকশাচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগের দিন, বুধবার (৫ নভেম্বর) একই স্থানে গোলাগুলির ঘটনায় চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ এবং চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা গুলিবিদ্ধ হন। পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সরোয়ার বাবলার মৃত্যু হয়।

এসএইচ 

Wordbridge School
Link copied!