• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতার অভিনব প্রতিবাদ


ফেনী প্রতিনিধি নভেম্বর ৭, ২০২৫, ০৬:৩৫ পিএম
মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতার অভিনব প্রতিবাদ

ছবি : প্রতিনিধি

ফেনী: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলটির ফেনী জেলার সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। তবে তাকে মনোনয়ন দেয়নি দলটি। এরপর আলাল উদ্দিন দলীয় হাইকমান্ডর দৃষ্টি আকর্ষণ করতে এক অভিনব প্রতিবাদ জানান।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে তিনি ধানক্ষেত গিয়ে ক্রিকেট ম্যাচে আম্পায়ারের ভঙ্গিতে ‘রিভিউ’ আবেদনের মতো হাত তুলে প্রতিবাদ জানান।

জানা গেছে, নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে তাতে (ফেনী-২, সদর আসন) আলাল উদ্দিন আলালের নাম ছিল না। এ নিয়ে মনোনয়ন দৌড়ে হেরে গিয়ে প্রতিবাদস্বরূপ নতুন করে মনোনয়ন পুনর্বিবেচনার জন্য দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে ধানক্ষেতে গিয়ে আম্পায়ারের ভঙ্গিতে ‘রিভিউ’ এর জন্য আবেদন করেছেন বলে জানান তিনি।

এদিকে ব্যতিক্রমী প্রতিবাদের সেই মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করে ক্যাপশনে আলাল উদ্দিন লিখেছেন, ‘নো ক্যাপশন।

ফেসবুকে এই ছবি পোষ্ট করার পর বিভিন্ন মানুষ তাদের মন্তব্য তুলে ধরনে। ফারুক আহম্মেদ নামে একজন কমেন্টে লিখেছেন, ‘আপনার এই ব্যতিক্রমী এবং অসাধারণ আবেদনকে স্যালুট জানাই।’

শেখ ফরিদ ভুঁইয়া নামে আরেকজন লিখেছেন, ‘আপনার ছবিটাই ক্যাপশন৷’

সাফিম রহমান নামে অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘ছবি যখন কথা বলে তখন ক্যাপশনের দরকার পড়ে না।’

এদিকে ব্যতিক্রমী এই প্রতিবাদকে সুস্থ ধারার রাজনৈতিক প্রজ্ঞা বলে মন্তব্য করছেন নেটিজেনরা।

পিএস

Wordbridge School
Link copied!