• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কৃষ্ণনগর থেকেই উন্নয়নের সূচনা হবে, প্রতিশ্রুতি কাজী আলাউদ্দিনের 


সাতক্ষীরা প্রতিনিধি নভেম্বর ৮, ২০২৫, ০৯:২৯ পিএম
কৃষ্ণনগর থেকেই উন্নয়নের সূচনা হবে, প্রতিশ্রুতি কাজী আলাউদ্দিনের 

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের ধানের শীষের প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে কালিগঞ্জের কৃষ্ণনগরে লিফলেট বিতরণ, গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় কৃষ্ণনগর বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজনে এই গণমিছিল ও আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আল-মাহমুদ ছট্টু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজাল গাজী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, কৃষ্ণনগর ইউনিয়নের মানুষের রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছিল যখন তিনি প্রথমবার সংসদ সদস্য ছিলেন। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে কৃষ্ণনগর থেকেই নতুন করে উন্নয়নমূলক কাজ শুরু হবে এবং এখানকার মানুষই তাকে সর্বোচ্চ ভোটে জয়ী করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলি, উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, কাজী আলাউদ্দিনকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করলে কালিগঞ্জ–আশাশুনি অঞ্চলের উন্নয়ন আরও গতিশীল হবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!