• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চাঁদপুর-২ আসনে নির্বাচনের আগে বিএনপির অভ্যন্তরীণ বিভাজন 


মতলব (চাঁদপুর) প্রতিনিধি নভেম্বর ৯, ২০২৫, ০৫:৪৪ পিএম
চাঁদপুর-২ আসনে নির্বাচনের আগে বিএনপির অভ্যন্তরীণ বিভাজন 

ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে বিএনপির রাজনীতিতে উত্তেজনা তীব্র হচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের অবস্থান ও মাঠ পর্যায়ের কর্মকাণ্ডে তৈরি হচ্ছে অভ্যন্তরীণ অস্থিরতা।

শনিবার বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সম্ভাব্য মনোনয়নপ্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিন। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘আমি আমার নেতাকর্মীদের থামিয়ে রেখেছি, না হলে এলাকায় রক্তের বন্যা বয়ে যেত।’

তার এই মন্তব্য মুহূর্তের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এলাকাবাসীর একাংশ একে রাজনৈতিক উস্কানি ও হুমকি হিসেবে দেখছেন। অনেকে মনে করছেন, এমন মন্তব্য মতলবের রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে।

এর আগের দিন শুক্রবার বিকেলে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী আইডিয়াল একাডেমি হাইস্কুল মাঠে একই দিবস উপলক্ষে বিএনপির আরেকটি জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন প্রয়াত সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী নুরুল হুদার জ্যেষ্ঠপুত্র এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

তানভীর হুদা বলেন, ‘চূড়ান্ত মনোনয়ন ঘোষণা পর্যন্ত আমরা তারেক রহমান সাহেবের ৩১ দফার বার্তা নিয়ে জনগণের সমর্থন অর্জনের লক্ষ্যে মাঠে কাজ করে যাব।’

তিনি অভিযোগ করেন, প্রার্থীর তালিকা প্রকাশের পর থেকেই মতলবকে অশান্ত করার চেষ্টা চলছে। ‘আমার ও অন্যান্য প্রার্থীর ব্যানার-বিলবোর্ড ছিঁড়ে ফেলা হচ্ছে, এমনকি ছেংগারচর বাজারে বিএনপি পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে,’ অভিযোগ করেন তানভীর হুদা।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ড. জালাল উদ্দিনের ‘রক্তের বন্যা’ মন্তব্য আসলে বিএনপির অভ্যন্তরীণ মনোনয়ন সংকটেরই বহিঃপ্রকাশ। চাঁদপুর-২ আসনে দলের প্রার্থীতা নিয়ে যদি দ্রুত সমঝোতা না হয়, তাহলে তৃণমূল পর্যায়ে বিভাজন আরও প্রকট হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মতলবের বিএনপি অঙ্গনে এখন যে উত্তেজনা তৈরি হয়েছে, তা কেবল আসন্ন নির্বাচনের জন্য নয়, বরং দলের স্থানীয় নেতৃত্বের অভ্যন্তরীণ ভারসাম্যের সংকটও স্পষ্ট করে দিচ্ছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!