• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার তিন


চট্টগ্রাম প্রতিনিধি নভেম্বর ৯, ২০২৫, ০৭:০০ পিএম
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার তিন

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের মুরাদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের একটি মিছিল থেকে তিন ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ছয়টায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ২০-২৫ জন নেতা-কর্মী মুরাদপুর এলাকায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে থেকে মিছিল বের করে।

খবর পেয়ে পাঁচলাইশ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিছিল থামানোর চেষ্টা করে। পুলিশি অভিযানে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়, বাকিরা পালিয়ে যায়।

গ্রেপ্তাররা হলেন-পাঁচলাইশের আজিজুল হক বাবুলের ছেলে আনোয়ারুল হক ঈশান (১৭), একই এলাকার প্রদীপ চন্দ্র দাশের ছেলে রাজন দাশ (১৯) এবং প্রিয় লাল চন্দ্র ভৌমিকের ছেলে সৈকত চন্দ্র ভৌমিক (১৯)।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, “মিছিল থামিয়ে আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। বাকিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলমান।”

এসএইচ 

Wordbridge School
Link copied!