• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দীর্ঘ সাত বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ফল আমদানি শুরু


হিলি (দিনাজপুর) প্রতিনিধি নভেম্বর ৯, ২০২৫, ০৭:১২ পিএম
দীর্ঘ সাত বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ফল আমদানি শুরু

ছবি: প্রতিনিধি

দীর্ঘ সাত বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতের কাশ্মীর থেকে আপেল আমদানি কার্যক্রম শুরু হয়েছে। মেসার্স খাজামেরি ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান রোববার (৯ নভেম্বর) বিকাল পাঁচটায় ২৫ মেট্রিক টন আপেল নিয়ে ট্রাকের মাধ্যমে বন্দর প্রবেশ করায় আমদানি কার্যক্রমের উদ্বোধন হয়।

হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন জানান, করোনার আগে এই বন্দর দিয়ে ভারতের ফল আমদানি হতো। দীর্ঘ সাত বছর পর আবারো সকল সহযোগিতায় আমদানি শুরু হয়েছে। তিনি জানান, কাস্টম যথাযথভাবে সহায়তা করছে। এক সময় এই বন্দর দিয়ে প্রচুর পরিমাণে ফল আমদানি হতো, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে তা বন্ধ হয়ে যায়।

হিলি কাস্টমের রাজস্ব কর্মকর্তা বাঁধন আহমেদ জানান, এই আমদানি করা আপেল থেকে ৭শ ডলারের রাজস্ব আদায় করা হয়েছে।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!