• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয়: কাজী আলাউদ্দিন


সাতক্ষীরা প্রতিনিধি নভেম্বর ৯, ২০২৫, ০৭:২৩ পিএম
ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয়: কাজী আলাউদ্দিন

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা বাজারে রবিবার বিকেলে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী আলাউদ্দিন।

সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার সাঁপুই এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান। জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আকতারুজ্জামান বাপ্পী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাফিজুল রহমান শিমুল।

প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, “দল দেখেছে আমি এই আসনে জামায়াত প্রার্থীর সঙ্গে লড়াই করতে পারব। আমি একজন ধর্মপ্রাণ, সৎ ও নিষ্ঠাবান কর্মী। পাঁচ বছর সংসদ সদস্য থাকার সময়ে আমার বিরুদ্ধে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ ওঠেনি। ওয়ান ইলেভেনে আমি নির্দোষ ছিলাম। গত ১৬ বছর ধরে রাজপথে আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছি।

তিনি আরও বলেন, “গত ৩ আগস্ট আমার নেতৃত্বে ডিসি অফিসের সামনে প্রায় ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। জনগণের ভালোবাসা ও বিশ্বাস আমাকে নতুন উদ্যমে মাঠে ফিরিয়েছে। আমি জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয়, জনগণের বিজয়।”

সভায় ১ ও ২ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল উৎসাহের মধ্য দিয়ে অংশগ্রহণ করেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রতি সমর্থন জানান।

এসএইচ 

Wordbridge School
Link copied!