ছবি: প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুরে গাজাসহ এক যুবককে তার বাবার তথ্যের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বুড়িখালী এলাকার আনসার সেখের ছেলে নাঈমকে আটক করা হয়।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে নাঈমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬/৫ ধারা অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী এ রায় দেন।
নাজিরপুর থানা পুলিশের উপ-সহকারী পরিদর্শক মোঃ সাজেদুর রহমান জানান, নাঈম দীর্ঘদিন ধরে গাজাসেবন ও বিক্রিতে জড়িত ছিলেন। বাধা দিলে পরিবারের সদস্যদের মারধর ও জিনিসপত্র ভাঙচুর করতেন। তার অত্যাচরে পরিবার অতিষ্ঠ হয়ে স্থানীয় চৌকিদার মোঃ এনামুল হককে বিষয়টি জানান, যার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাঈমকে গ্রেপ্তার করে।
উপজেলা সহকারী কমিশনার শপথ বৈরাগী জানান, মাদকদ্রব্য আইনের আওতায় অভিযুক্ত নাঈমকে শাস্তি দেওয়া হয়েছে। জেলা প্রশাসন মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং এমন ঘটনা প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেছে।
এসএইচ







































