• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেখ হাসিনাকে জিয়াউর রহমানের ‘স্ত্রী’ বললেন বিএনপি নেতা সেলিম 


কুমিল্লা প্রতিনিধি নভেম্বর ৯, ২০২৫, ০৯:৩৭ পিএম
শেখ হাসিনাকে জিয়াউর রহমানের ‘স্ত্রী’ বললেন বিএনপি নেতা সেলিম 

ফাইল ছবি

কুমিল্লার তিতাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিয়াউর রহমানের ‘স্ত্রী’ হিসেবে সম্বোধন করেছেন তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া। এই ঘটনার ১৪ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় তিতাস উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার। অনুষ্ঠানের একপর্যায়ে মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার বক্তব্যের পালা এলে তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।”

এ বিষয়ে জানতে চাইলে মেহেদী হাসান সেলিম ভূঁইয়া জাগো নিউজকে বলেন, “বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভাটি আমি পরিচালনা করছিলাম। একপর্যায়ে যখন আমার বক্তব্যের পালা এলো, তখন আমি বক্তব্যের শুরুতেই স্বাধীন বাংলার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া বলতে গিয়ে ভুলে শেখ হাসিনার নাম চলে আসে। এটি ছিল একটি স্লিপ অব টংক এবং আমার অজান্তে এই ভুলটি ঘটে। সঙ্গে সঙ্গে উপস্থিত সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি।”

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকারকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় মন্তব্য নেওয়া যায়নি।

এসএইচ 

Wordbridge School
Link copied!