ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ইসমাইল হোসেন (৩৫) নামের এক যুবদল নেতাকে গুলি করে ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাতেই বাড়ি ফেরার পথে গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকায় হামলা চালানো হয়। হামলাকারীরা দা, রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, পিস্তল ও হাতুরিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল।
ঘটনার সময় ইসমাইল হোসেনের সঙ্গে থাকা নগদ তিন লাখ ৫০ হাজার টাকা লুটে নেয় হামলাকারীরা। হামলায় তার মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত হয় এবং বাম পায়ে গুলি লাগে। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, গোলাকান্দাইল এলাকার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাসেল ফকির দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি চালিয়ে আসছিল। যুবদল নেতা ইসমাইল হোসেন এই কর্মকাণ্ডের প্রতিবাদ করলে হামলার ঘটনা ঘটে।
ইসমাইল হোসেনের মা আমিনা বেগম বাদী হয়ে চারজনকে নামীয় ও ১০-১২ অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জ থানার ওসি মো. তারিকুল ইসলাম জানিয়েছেন, লিখিত অভিযোগ পেয়েছে পুলিশ। সন্ত্রাসীদের গ্রেফতারে তৎপরতা চালানো হচ্ছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ







































