• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এনসিপির ৪১ সদস্যের কমিটি থেকে ২৩ জনের হঠাৎ পদত্যাগ


নোয়াখালী প্রতিনিধি নভেম্বর ১২, ২০২৫, ০৬:০৭ পিএম
এনসিপির ৪১ সদস্যের কমিটি থেকে ২৩ জনের হঠাৎ পদত্যাগ

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির নোয়াখালী জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তীব্র অরাজকতা দেখা দিয়েছে। মঙ্গলবার রাতে ৪১ সদস্যের কমিটি অনুমোদনের পরপরই ফেসবুকে একে একে ২৩ নেতা পদত্যাগের ঘোষণা দেন।

সূত্র জানায়, প্রথম পদত্যাগকারী ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত। তার পরে যুগ্ম সদস্য সচিব–১ ব্যতীত সকল যুগ্ম সদস্য সচিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিবসহ একাধিক পদধারী নেতাকর্মী পদত্যাগ করেন। পদত্যাগকারীরা অভিযোগ করেছেন, তৃণমূলের নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের মূল্যায়ন না করে কেন্দ্রীয় পর্যায়ে লবিংয়ের ভিত্তিতে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রকৃত ত্যাগী ও মাঠের নেতারা উপেক্ষিত হয়েছেন।

পদত্যাগকারীদের মধ্যে শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনে আহত যোদ্ধারাও রয়েছেন। ইয়াছিন আরাফাত বলেন, ‘আমরা বৈষম্যবিরোধী আন্দোলনে ছিলাম, আজ আমরা বৈষম্যের শিকার হলাম। কেন্দ্রীয় নেতারা পছন্দের মানুষ দিয়ে কমিটি করেছে, তাই পদত্যাগের হিড়িক পড়েছে। ৪১ সদস্যের কমিটি থেকে ২৩ জন পদত্যাগ করেছেন। আমরা সংবাদ সম্মেলন করে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করব।’

কেন্দ্রীয় যুবশক্তির একাধিক নেতা জানান, কমিটি দেওয়ার জন্য ভাইভা হয়েছিল কিন্তু তা অনুযায়ী কমিটি হয়নি। তৃণমূলের ক্ষোভ কেন্দ্রীয়ভাবে পর্যালোচনা করা হবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!