• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নড়াইলে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণের চেষ্টা


নড়াইল প্রতিনিধি নভেম্বর ১৩, ২০২৫, ০৯:২৫ এএম
নড়াইলে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণের চেষ্টা

নড়াইলের লোহাগড়া উপজেলায় অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাত ১০ টার দিকে কালনা-যশোর মহাসড়কের লোহাগড়া উপজেলার সিএন্ডবি চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। 

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আওয়ামীলীগের ঢাকা লকডাউনকে কেন্দ্র করে বুধবার রাতে যশোর-কালনা মহাসড়কের সিএন্ডবি চৌরাস্তা এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে কে বা কারা। এছাড়া একটি ককটেল বিস্ফোরণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় পালিয়ে যায় তারা। এদিকে ককটেল বিস্ফরিত না হওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এসময় ঘটনাস্থলে বেশ কিছু চিরকুট পাওয়া যায়। যাতে লেখা ছিলো " শেখ হাসিনা আসবে, জয় বাংলা, লোহাগড়া পৌর ছাত্রলীগ"। "১৩ তারিখ লকডাউন সফল হোক, চলো চলো ঢাকা চলো"। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এম

Wordbridge School
Link copied!