• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চট্টগ্রামে আওয়ামী বিরোধী যুবদলের মিছিলে ছাত্রলীগ–যুবলীগ নেতা!


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৩, ২০২৫, ০৯:৪১ এএম
চট্টগ্রামে আওয়ামী বিরোধী যুবদলের মিছিলে ছাত্রলীগ–যুবলীগ নেতা!

চট্টগ্রামের পটিয়া উপজেলায় আওয়ামী লীগবিরোধী যুবদলের এক মশাল মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মীর অংশগ্রহণের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া বাসস্টেশন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায়, স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজনও সেখানে ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, মিছিলে নেতৃত্ব দেন পটিয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হাকিম। অভিযোগ রয়েছে, মিছিলে জনসমাগম বাড়াতে তিনি যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে অংশ নিতে আহ্বান জানান। অংশগ্রহণকারীদের মধ্যে যুবলীগের এরশাদ এবং ছাত্রলীগের নাজিব, সায়মন ও দেলোয়ার নামের কয়েকজন ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় যুবদলের ভেতরে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এদিকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ১১ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে জানায়, কেন্দ্রীয় অনুমতি ছাড়া কোনো স্থানীয় ইউনিট স্বাধীনভাবে কর্মসূচি নিতে পারবে না। নির্দেশনা অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া। এটি সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে জারি হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে স্থানীয়ভাবে কর্মসূচি নেওয়া শৃঙ্খলাভঙ্গের শামিল। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।”

অভিযোগের বিষয়ে নুরুল হাকিম বলেন, “আমরা আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মিছিল করেছি। যারা অংশ নিয়েছেন, তারা দমননীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন—দলীয় পরিচয়ে নয়।”

এম

Wordbridge School
Link copied!