• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রতিষ্ঠানগুলোতে তালা ঝুলিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ সর্বাত্মক লকডাউন পালন


বরগুনা প্রতিনিধি নভেম্বর ১৬, ২০২৫, ০৪:১০ পিএম
প্রতিষ্ঠানগুলোতে তালা ঝুলিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ সর্বাত্মক লকডাউন পালন

ছবি: প্রতিনিধি

পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক আদালতের রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের “সর্বাত্মক শাটডাউন” কর্মসূচির সমর্থনে বরগুনার বামনা উপজেলার সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

শনিবার মধ্যরাতে বামনা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এই কর্মসূচির অংশ হিসেবে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। তালা ঝুলানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বামনার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, বুকাবুনিয়া ইউনিয়ন ভূমি অফিস এবং বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমান এবং বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা। তারা পৃথক পোস্টে জানিয়েছেন, আওয়ামী লীগের “সর্বাত্মক শাটডাউন” কর্মসূচি সফল করার জন্য চারটি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জি জানান, সকালে এসে শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের গেটে তালা ঝুলানো অবস্থায় দেখতে পায়। তালার সঙ্গে একটি কাগজে সর্বাত্মক শাটডাউন লেখা ছিল। পরে পুলিশকে জানালে তালা ভেঙে দেয় এবং ক্লাস চলাচল স্বাভাবিক হয়। তবে তিনি বলেন, এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা বিদ্যালয় প্রশাসন জানে না।

বামনা থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ জানিয়েছেন, খবর পেয়ে দ্রুত এলাকা পরিদর্শন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং বিস্তারিত তদন্ত করা হচ্ছে। তিনি জানান, বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদে দ্বন্দ রয়েছে, ভূমি অফিসের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে এবং স্কুলেও দ্বন্দ রয়েছে। তাই নিজেদের লোকেরা এই তালা ঝুলিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!