• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ময়মনসিংহে ডেঙ্গুতে ৯০ বছরের নারীর মৃত্যু


ময়মনসিংহ প্রতিনিধি নভেম্বর ২০, ২০২৫, ০৪:৪০ পিএম
ময়মনসিংহে ডেঙ্গুতে ৯০ বছরের নারীর মৃত্যু

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শান্তি বেগম (৯০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শান্তি বেগম সিরাজগঞ্জের কাজীপুর থানার বাসিন্দা ছিলেন।

হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম জানান, শান্তি বেগম বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে নতুনভাবে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এখানে মোট ৭৪ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে পুরুষ রোগী ৪৪ জন, নারী ২০ জন এবং শিশু ১০ জন।

২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন। স্বাস্থ্যকর্মীরা সতর্ক করে জানিয়েছেন, রোগ প্রতিরোধে জনগণকে পানি জমে থাকা, মশার পোঁচা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিতে হবে।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!