ছবি: প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজারে শুক্রবার দিবাগত গভীর রাতে একটি ডাকাতদল হানা দিয়ে নগদ অর্থ, রৌপ্য ও স্বর্ণালঙ্কার সহ বীজধান লুট করে নিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ বাজারে মিল্টনের বীজধানের গোডাউনে ডাকাতরা তালা ভেঙে সংরক্ষিত বিভিন্ন প্রজাতির ১২০ বস্তা বীজধান লুট করে। একই বাজারের পূর্বপাশে মো. আনিসুর রহমানের বাড়ির গেটের তালা কৌশলে ভেঙে চেতনানাশক ছিটিয়ে বাড়ির লোকজনকে অজ্ঞান করে। এরপর ঘরে ঢুকে আলমারির তালা ভেঙে নগদ ৮ লাখ টাকা, ১০ ভরি রৌপ্য ও ২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
সকালে প্রতিবেশীরা টের পেয়ে অজ্ঞান অবস্থায় আনিসুর রহমান ও তার স্ত্রী আদুরী খাতুনকে উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. জিয়াউর রহমান জানান, এটি ডাকাতি নয়, সংঘবদ্ধ চুরি। এই অপরাধী চক্রকে ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে।
এসএইচ







































