• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

একই ব্যক্তি দুই দলের শীর্ষ পদে, রাজনীতিতে চাঞ্চল্য


নেত্রকোনা প্রতিনিধি নভেম্বর ২৪, ২০২৫, ০৮:৩১ পিএম
একই ব্যক্তি দুই দলের শীর্ষ পদে, রাজনীতিতে চাঞ্চল্য

ফাইল ছবি

নেত্রকোনার মোহনগঞ্জে একই ব্যক্তি দুই রাজনৈতিক দলের দায়িত্ব পালন করায় স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সমাজ সহিলদেও ইউনিয়নের বাসিন্দা বেলায়েত হোসেন একদিকে ইউনিয়ন জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক, অন্যদিকে একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি পদে রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই এলাকায় শুরু হয়েছে নানা প্রশ্ন, বিতর্ক আর ব্যঙ্গ-বিদ্রূপ।

বিএনপি সূত্র জানায়, বেলায়েত দীর্ঘদিন ধরে দলের সক্রিয় কর্মী। ২০২১ সালে অনুমোদিত কমিটিতে তিনি সহ-সভাপতি নির্বাচিত হন। এর আগেও তিনি ছিলেন ওয়ার্ড কমিটির সদস্য এবং চলতি বছরের ১৯ জুন ইউনিয়ন বিএনপির সভাপতি পদে উপনির্বাচনে কাউন্সিলর হিসেবেও অংশ নেন। বিএনপি নেতাদের ভাষ্য, বেলায়েতকে দলীয় কর্মী হিসেবেই তাঁরা এতদিন জেনে এসেছেন।

অন্যদিকে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহফুজুর রহমান বলেন, ২০১৯ সালে বেলায়েত ‘জামায়াত ট্যাগে’ গ্রেপ্তার হলে জামায়াতই তাঁর পাশে দাঁড়ায় এবং আইনি সহায়তা দেয়। পরে কৃতজ্ঞতা থেকে বেলায়েত ২০২১ সালে জামায়াতে যোগ দেন এবং বর্তমানে ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

বেলায়েত নিজেও স্বীকার করেন, তিনি এখন জামায়াতের সাধারণ সম্পাদক। তিনি দাবি করেন, বিএনপি থেকে নাম কাটার অনুরোধ করলেও লিখিত আবেদন না দেওয়ায় তাঁর নাম কমিটি থেকে বাদ পড়েনি। নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, সর্বশেষ ইউনিয়ন বিএনপির অভ্যন্তরীণ নির্বাচনে তিনি ভোট দেননি, শুধু পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নান্নু মিয়া বলেন, বেলায়েতের জামায়াতে যুক্ত হওয়ার কথা শুনেছেন, শিগগিরই দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিনও বলেন, বিষয়টি উপজেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সাংগঠনিকভাবে নিষ্পন্ন করা হবে।

দুই দলের দুই পদে থেকে বেলায়েতের এই দ্বৈত পরিচয় এখন মোহনগঞ্জের রাজনীতিতে বড় প্রশ্ন-বেলায়েত, তুমি কার?

এসএইচ 

Wordbridge School
Link copied!