• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতক অসুস্থ, সহায়তার আবেদন


বরিশাল ব্যুরো নভেম্বর ২৬, ২০২৫, ১০:৪৯ এএম
একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতক অসুস্থ, সহায়তার আবেদন

বরিশালে একসঙ্গে জন্ম নেওয়া সেই তিন ছেলে ও দুই মেয়ে মোট পাঁচ নবজাতক ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। প্রায় দুই মাস আগে জন্ম নেওয়া এই শিশুদের একে একে অসুস্থ হয়ে পড়ায় তাদের ভর্তি করতে হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে। কিন্তু চিকিৎসা ব্যয়ের ভার বহন করতে পারছেন না তাদের বাবা, পেশায় মুদি দোকানি সোহেল হাওলাদার।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর বরিশালের হেমায়েত উদ্দিন ডায়াবেটিকস হাসপাতালে অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন পটুয়াখালীর বাউফলের লামিয়া আক্তার। তিন ছেলে হাসান, হোসাইন, মোয়াছিন এবং দুই মেয়ে হাবিবা ও উমামা জন্মের পর থেকেই সুস্থ ছিল। তবে শীতের শুরুতেই শিশুদের ঠান্ডাজনিত শ্বাসকষ্ট দেখা দিলে পরিবার তাদের শেবাচিম হাসপাতালে নিয়ে আসে। আর্থিক সংকটে থাকা পরিবারটি এখন চিকিৎসা ব্যয় চালাতে হিমশিম খাচ্ছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিষয়টি জানতে হাসপাতালে যান বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার ও সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ। তারা তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় শিশুদের চিকিৎসার ব্যবস্থা করেন এবং প্রাথমিক সহায়তা দেন। এর আগেও শিশুদের জন্মের সময় ‘ইভেন্ট ৮৪’র উদ্যোগে পরিবারটি একটি গাভিসহ সহায়তা পেয়েছিল।

পাঁচ শিশুর মা লামিয়া আক্তার বলেন,একসঙ্গে পাঁচ শিশুকে দেখভাল করা খুবই কঠিন। প্রতিদিন দুধ, ডায়াপারসহ ন্যূনতম খরচই দুই হাজার টাকা লাগে। শীতের কাপড়ের পর্যাপ্ত ব্যবস্থা করতে না পারায় তারা অসুস্থ হয়ে গেছে।

বাবা সোহেল হাওলাদার বলেন,স্বল্প আয়ে পাঁচ সন্তানের খরচ সামলাতে পারছি না। এখন তারা অসুস্থ হওয়ায় পরিস্থিতি আরও খারাপ। সহায়তা ছাড়া এ মুহূর্তে কিছুই সম্ভব নয়।

বরিশাল  জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার বলেন,শিশুদের জন্য বিনামূল্যে ওষুধ ও ১৫ দিনের দুধ সরবরাহ করা হয়েছে। তবে টেকসই সহায়তা ছাড়া এ পরিবারটি সামনে যেকোনো সময় আরও সংকটে পড়তে পারে। তাই সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

এম

Wordbridge School
Link copied!