• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ


জেলা প্রতিনিধি নভেম্বর ৩০, ২০২৫, ১১:০৬ এএম
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে রূপান্তরের দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ করেছেন। রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টার দিকে কেরানিহাট এলাকায় বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান নিলে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া মানুষজন জানান, মহাসড়কটি এখন “মৃত্যুফাঁদে” পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থানে মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটছে, যা এলাকাবাসীকে আতঙ্কে রেখেছে। বহুবার দাবি ও অনুরোধ জানানো হলেও কার্যকর পদক্ষেপ না পাওয়ায় তারা বাধ্য হয়ে সড়ক অবরোধে নেমেছেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়ক দিয়ে প্রতিদিন লাখো মানুষ কক্সবাজারের পর্যটন অঞ্চল, বানিজ্যিক কার্যক্রমসহ রোহিঙ্গা মানবিক ত্রাণ কার্যক্রমে যাতায়াত করেন। তবুও মহাসড়কের বেশিরভাগ অংশ এতটাই সরু যে অনেক জায়গায় তা পাড়ার গলির মতো মনে হয়।

তাদের ভাষায়, জাঙ্গালিয়া এলাকার মতো ঢালু ও আঁকাবাঁকা অংশে দুর্ঘটনার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর রাতের বেলায় লবণ পরিবহনকারী ট্রাক চলাচলের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

এলাকাবাসী জানান, তারা এর আগেও সড়কটি ৬ লেনে উন্নীত করার দাবিতে আন্দোলন করেছেন। গত ৬ এপ্রিল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। পরে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়

১১ এপ্রিল সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছেও দাবি তুলে ধরা হয়।

কিন্তু এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান উদ্যোগ না পাওয়ায় আবারও তারা আন্দোলনের পথে নেমেছেন।

এম

Wordbridge School
Link copied!