কক্সবাজার ও পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে এ কম্পন অনুভূত হয়। কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়া এবং চট্টগ্রাম নগরের নানা এলাকায় কয়েক সেকেন্ডের জন্য কাঁপুনি টের পান স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমিকম্পটি খুব বেশি সময় স্থায়ী না হলেও অনেকের ঘুম ভেঙে যায়। তবে এখনো পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯ এবং এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াং এলাকায়। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০৬ কিলোমিটার। বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও সিলেটসহ উত্তর–পূর্ব ভারতের একাংশ কম্পনের প্রভাবিত এলাকায় ছিল।
একই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
উখিয়ার কলেজ শিক্ষক মৃদুল শর্মা বলেন, “হঠাৎ বিছানা কাঁপতে শুরু করায় ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিলো তীব্রতা কিছুটা বেশি।”
কক্সবাজার শহরের বাসিন্দা জোবাইদা করিমের ভাষ্য, “পুরো বিল্ডিং যেন দুলে উঠেছিল। কিছুটা ভয় পেয়েছিলাম, পরে বুঝলাম ভূমিকম্প।”
গত ২১ নভেম্বর নরসিংদী অঞ্চলে উৎপত্তি হওয়া ৫.২ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ আশপাশে ব্যাপক কাঁপুনি অনুভূত হয় এবং এতে ১০ জনের মৃত্যু হয়। এরপর থেকে প্রায় নিয়মিত বিরতিতে আরো কয়েকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ এই ঘটনাটি ছিল গত কয়েক দিনের মধ্যে অষ্টম।
এম







































