• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দিনাজপুরে ১১ বাড়িতে আগুন, বৃদ্ধ নিহত ও ৭ গরু পুড়ে ছাই


হিলি প্রতিনিধি ডিসেম্বর ৩, ২০২৫, ১১:৩৮ এএম
দিনাজপুরে ১১ বাড়িতে আগুন, বৃদ্ধ নিহত ও ৭ গরু পুড়ে ছাই

দিনাজপুরের নবাবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১১টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও রইচ উদ্দিন (৬২) নামে এক ব্যক্তি দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও ৭টি গরু পুড়ে মারা গেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার  মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধ্যার পরপরই একটি ঘরে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণে ব্যর্থ হন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান সালাউদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন, ‘১১টি বাড়ি, ৭টি গরু এবং একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।

এম

Wordbridge School
Link copied!