• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিএনপি নেতাকে গুলি করে হত্যা


যশোর প্রতিনিধি জানুয়ারি ৩, ২০২৬, ০৯:০৯ পিএম
বিএনপি নেতাকে গুলি করে হত্যা

ফাইল ছবি

যশোরে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫০) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের শঙ্করপুর এলাকায় নয়ন কমিশনারের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। 

নিহত আলমগীর হোসেন শঙ্করপুর এলাকার ইন্তাজ চৌধুরীর ছেলে। তিনি যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের বড় ভাই জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার সন্ধ্যায় নয়ন কমিশনারের কার্যালয়ের সামনে কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন আলমগীর। এ সময় অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা এসে তাঁর মাথার বাঁ পাশে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, রক্তাক্ত অবস্থায় আলমগীর হোসেনকে হাসপাতালে আনা হয়। তাঁর মাথায় গুলির আঘাতের স্পষ্ট চিহ্ন ছিল।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক মুমিনুল হক বলেন, শঙ্করপুর ইসহাক সড়কে স্থানীয় এক বিএনপি নেতাকে গুলি করার খবর পেয়েছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হত্যাকাণ্ডের পেছনের কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!