• ঢাকা
  • শুক্রবার, ০৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঠাকুরগাঁওয়ে সোনালী নিউজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


ঠাকুরগাঁও প্রতিনিধি  জানুয়ারি ৫, ২০২৬, ০৪:৩৮ পিএম
ঠাকুরগাঁওয়ে সোনালী নিউজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি : প্রতিনিধি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও নানা আয়োজন সোনালী নিউজ ডটকমের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (৫ জানুয়ারি ২০২৬) ঠাকুরগাঁও শহরের রহমতপাড়া হাফিজিয়া মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং ও ইয়াতীমখানায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় আলেমগণ উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন সময় টিভির স্টাফ রিপোর্টার জিয়ারুর রহমান বকুল, চিকিৎসক ডা. ওলিউল্লাহ, বৈশাখী টিভির প্রতিনিধি নাহিদ রেজা, এনটিভি অনলাইন প্রতিনিধি মো. আব্দুল আল সুমন, সিএনআই প্রতিনিধি মো. আব্দুল আওয়াল এবং আরসি টিভির প্রতিনিধি মো. হাবিব।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় আলেমগণ, হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও এতিম শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং পরে সোনালী নিউজের উত্তরোত্তর সাফল্য ও দেশ-সমাজের কল্যাণে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

শেষে সোনালী নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ, জাতি ও গণমাধ্যমকর্মীদের কল্যাণ কামনা করা হয়।

পিএস

Wordbridge School
Link copied!