• ঢাকা
  • শুক্রবার, ০৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরিশালে সোনালী নিউজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


বরিশাল অফিস জানুয়ারি ৫, ২০২৬, ০৯:৩৩ পিএম
বরিশালে সোনালী নিউজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: প্রতিনিধি

দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনকারী জাতীয় অনলাইন সংবাদমাধ্যম সোনালী নিউজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী বরিশালে উদযাপন করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল নগরীর সদর রোডে অবস্থিত হাবিব ভবনের পঞ্চম তলায় সোনালী নিউজের বরিশাল ব্যুরো কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বরিশাল ব্যুরো অফিসে কর্মরত সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল যুগে গণমাধ্যমের দায়িত্ব আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। সঠিক, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমেই পাঠকের আস্থা ধরে রাখা সম্ভব। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে সোনালী নিউজ সেই দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে আসছে।

বক্তারা আরও বলেন, ভুয়া তথ্য ও গুজবের বিস্তার রোধে অনলাইন গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় ও স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাহসিকতা ও দায়িত্ববোধের সঙ্গে তুলে ধরায় সোনালী নিউজ পাঠকের কাছে একটি নির্ভরযোগ্য গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার নীতিতে অবিচল রয়েছে সোনালী নিউজ। ভবিষ্যতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পেশাদার সাংবাদিকতার মাধ্যমে দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পাঠকের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এসএইচ 

Wordbridge School
Link copied!