• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মহিলা জামায়াতের কোরআন তালিমে যুবদল নেতাকর্মীদের হামলা, আহত ৫


লক্ষ্মীপুর প্রতিনিধি জানুয়ারি ১৬, ২০২৬, ০৭:০০ পিএম
মহিলা জামায়াতের কোরআন তালিমে যুবদল নেতাকর্মীদের হামলা, আহত ৫

প্রতীকী ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর এলাকায় বৃহস্পতিবার মহিলা জামায়াতের কোরআন তালিম অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে।হামলা ঠেকাতে গিয়ে জামায়াতের পাঁচ পুরুষ কর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন এমরান হোসেন, আব্দুর রহমান, মোহাম্মদ খোকন ও সৈকত। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পূর্ব সৈয়দপুরের বটতলা মুন্সী বাড়িতে আয়োজন করা কোরআন তালিম চলাকালে যুবদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। উপস্থিত নারী কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় জামায়াতের পুরুষরা হামলা ঠেকানোর চেষ্টা করেন। তবে দেশীয় অস্ত্রের আঘাতে তারা আহত হন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম জানান, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং তদন্ত শুরু করেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকার সাধারণ মানুষ উদ্বিগ্ন এবং পরিস্থিতি শীঘ্রই শান্ত করার জন্য স্থানীয় প্রশাসনের তৎপরতা বেড়েছে।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!