• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিএনপি গণতান্ত্রিক অধিকারে বাধা দিচ্ছে: রেজাউল করিম


লক্ষ্মীপুর প্রতিনিধি জানুয়ারি ১৬, ২০২৬, ০৭:০৭ পিএম
বিএনপি গণতান্ত্রিক অধিকারে বাধা দিচ্ছে: রেজাউল করিম

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুর-৩ সদর আসনের জামাতের মনোনীত (দাঁড়িপাল্লা) প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. রেজাউল করিম বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডকে ইংগিত করে বলছেন, বিএনপি গণতান্ত্রিক অধিকারে বাধা দিচ্ছে। যারা বিএনপির সন্ত্রাসী কার্যক্রম করে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের অনুরোধ করা হয়। হয়তো-বা জামায়াতও পালটা জবাব দিতে প্রস্তুত রয়েছে। বারবার আমাদের মিটিংয়ে বাদ দিচ্ছে। এবং আমাদের মহিলা কর্মীদের হেনস্থা করছে। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে জেলা সদর হাসপাতালের আহত জামায়াতের নেতাকর্মীদের দেখতে এসে গণমাধ্যমকর্মীদের দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্যে করেন রেজাউল করিম। 

তিনি আরও বলেন, বিএনপির লোকজন আমাদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার করে। এবং সরাসরি ফেসবুকে হুমকি দেয় দেশ-বিদেশ থেকে। 

পুলিশ প্রশাসনকে ইংগিত করে জামায়াত প্রার্থী বলেন, বিগত সময় দেখা গেছে ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দিলে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে আনতো। এখনতো সেই প্রশাসন, তাহলে তারা নিরব কেনো। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। 

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এ.আর হাফিজ উল্লাহ, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী। 

উল্লেখ্য সদর উপজেলার চরশাহী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে একইদিন বিকেলে জামায়াতের মহিলা শাখার উদ্যোগে একটি পোগ্রামকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্ততঃ ১০জন আহত হয়। এ ঘটনার রেশকে কেন্দ্র করে হাসপাতাল প্রাঙ্গণে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শক্ত অবস্থান থাকার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।

এসএইচ 

 

Wordbridge School
Link copied!