• ঢাকা
  • শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ পোড়া মরদেহ উদ্ধার


সাভার প্রতিনিধি জানুয়ারি ১৮, ২০২৬, ০৬:২২ পিএম
সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ পোড়া মরদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি

সাভারে পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’ থেকে ফের দুই পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ধারণা, মৃতদেহ দুটির মধ্যে একজন নারী ও একজন ছেলে শিশু থাকতে পারেন।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে থানা রোড় মহল্লার ওই কমিউনিটি সেন্টারের ভেতরে মরদেহ দুটি পাওয়া যায়। দায়িত্বরত পুলিশ জানিয়েছে, মৃতদেহ দুটির পরিচয় তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রসাবের জন্য কমিউনিটি সেন্টারে প্রবেশ করলে পুড়া মরদেহ দেখতে পান এবং ৯৯৯-এ খবর দেন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে লাশ দুটির অবস্থার কারণে পরিচয় জানা যায়নি। খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, একই কমিউনিটি সেন্টার থেকে এর আগে কয়েক দফায় অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ২৯ আগস্ট রাতে হাত-পা বাঁধা এক যুবকের মরদেহ, ১১ অক্টোবর রাতে অর্ধনগ্ন এক নারীর মরদেহ এবং ১৯ ডিসেম্বর টয়লেটে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এই তিন খুনের ঘটনায় এখনও পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!