• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্বামীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা মামলায় স্ত্রীর ফাঁসি


নেত্রকোনা প্রতিনিধি জানুয়ারি ১৯, ২০২৬, ০৬:৫৬ পিএম
স্বামীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা মামলায় স্ত্রীর ফাঁসি

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১১ সালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের রুক্কু মিয়ার সঙ্গে একই জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি গ্রামের রুবিনা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁদের দুই কন্যাসন্তান রয়েছে।

তবে সংসার জীবনের শুরু থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় প্রায়ই কলহ লেগে থাকত। একপর্যায়ে অভিমান করে রুবিনা আক্তার বাবার বাড়িতে চলে যান।

২০২১ সালের ১৫ মে স্ত্রীকে ফিরিয়ে আনার আশায় রুক্কু মিয়া শ্বশুরবাড়ি কৈলাটি গ্রামে যান। ওই দিন গভীর রাতে স্ত্রী রুবিনা আক্তার ধারালো কুড়াল দিয়ে স্বামীর মাথায় আঘাত করে তাঁকে নৃশংসভাবে হত্যা করেন।

এ ঘটনায় নিহত রুক্কু মিয়ার ছোট ভাই মো. আসাদ মিয়া বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রুবিনা আক্তারকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। মামলার সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত আলামত পর্যালোচনা করে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। এই রায়ের মাধ্যমে সমাজে একটি শক্ত ও ইতিবাচক বার্তা যাবে। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে।

এসএইচ


 

Wordbridge School
Link copied!