• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নেত্রকোনায় অর্ধশতাধিক চরমোনাই নেতাকর্মী জামায়াতে যোগদান


নেত্রকোনা প্রতিনিধি জানুয়ারি ২৮, ২০২৬, ০৫:২৩ পিএম
নেত্রকোনায় অর্ধশতাধিক চরমোনাই নেতাকর্মী জামায়াতে যোগদান

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সহসভাপতিসহ অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার বিকেলে জামায়াতে ইসলামী কেন্দুয়া উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দুয়া উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা জামায়াতে ইসলামীতে যোগ দেন। অনুষ্ঠানে নেত্রকোনা-৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. খাইরুল কবীর নিয়োগীর হাতে তারা সহযোগী সদস্যপদ গ্রহণ করেন।

এ সময় জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মাহাবুবুর রহমানসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা নবাগতদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীরাও উপস্থিত ছিলেন।

যোগদান শেষে মাওলানা আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে যুক্ত থেকে রাজনীতি করার অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, দেশে ইসলামী আইন ও আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর নীতি, নিষ্ঠা ও সাংগঠনিক কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই বিশ্বাস থেকেই তিনি তার অনুসারী ও নেতাকর্মীদের নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হয়েছেন। ভবিষ্যতে তার নেতৃত্বে আরও বিপুলসংখ্যক মানুষ জামায়াতে যোগ দেবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!