ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মিরপুর থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে তোলা হয় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে। এসময় তিনি আদালতের শুনানিতে আইনজীবীকে বেশি কথা না বলে শুধু অসুস্থতার কথা বলার পরামর্শ দেন তিনি।
সোমবার সকাল ১০ টা ১২ মিনিটে কারমরুলসহ অন্য আসামিদের আদালতে তোলা হয়। আদালতের কাঠগড়ায় উঠানোর পর আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন কামরুল। এসময় কামরুল আইনজীবীদের জিজ্ঞেস করেন। ‘নতুন মামলা না রিমান্ড?’ তখন আইনজীবীরা বলেন, ‘নতুন মামলা স্যার। একের পর এক নতুন মামলা দিয়েই যাচ্ছে।’
এরপর আইনজীবীদের বিভিন্ন পরামর্শ দিতে থাকেন তিনি।
কামরুল আইনজীবীকে বলেন, ‘ওকালত নামায় সাইন করেছো?’ আইনজীবী উত্তরে বলেন, জ্বী স্যার। তারপর জিজ্ঞেস করেন এখানে কয়টা মামলা? আইনজীবী জানান ৪০ টার ওপরে স্যার।
এরপর ১০টা ২৩ মিনিটে বিচারক এজলাসে উঠেন। শুনানি শুরু হওয়ার পর আইনজীবীকে কামরুল বলেন, ‘বেশি কথা বলার দরকার নাই শুধু অসুস্থতার কথা বলবা।’
এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর কারণ দেখিয়ে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
গত বছরের ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর কয়েকদফা বিভিন্ন মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।
আইএ