• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কারাগারে আবুল বারকাত


নিজস্ব প্রতিবেদক:  জুলাই ১১, ২০২৫, ০৫:০০ পিএম
কারাগারে আবুল বারকাত

ঢাকা : গ্রেপ্তারের পর জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে তাকে কারাগারে পাঠায় আদালত।

এর আগে ড. আবুল বারকাতকে দুদক কার্যালয় থেকে ঢাকার নিন্ম আদালতের হাজতখানায় আনা হয়। এর কিছুক্ষণ পরই তাকে নিয়ে যাওয়া হয় আদালতের এজলাসে।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম বলেন, দুর্নীতি দমন কমিশনে (দুদক) তার বিরুদ্ধে একটি মামলা আছে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি।

গত ২০ ফেব্রুয়ারি এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবুল বারকাতসহ ২৩ জনের নামে মামলা করে দুদক। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত পরস্পর যোগসাজশে জালজালিয়াতির মাধ্যমে এননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে এই টাকা ঋণ দিয়েছিলেন। আতিউর রহমান, তার সহযোগী অন্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!