• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ম্যাক্স চেয়ারম্যান আলমগীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা


নিজস্ব প্রতিবেদক:  এপ্রিল ৮, ২০২৫, ০৭:৪৪ পিএম
ম্যাক্স চেয়ারম্যান আলমগীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা: অনিয়ম দুর্নীতি ও ভুয়া কাগপত্র দিয়ে রেলের হাজার হাজার কোটি টাকার প্রকল্প বাগিয়ে নেয়ার অভিযোগ থাকায় ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর, তার স্ত্রী মিসেস কানিজ ফাতেমা ও আরেক রেল মাফিয়া তমা গ্রুপের চেয়ারম্যান মো. আতাউর রহমান ভূঁইয়া, তার মেয়ে রাসনাত তারিন রহমান, ছেলে মুকিতুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, ম্যাক্স গ্রুপ ও তমা গ্রুপের পরিচালকদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, বিভিন্ন যন্ত্রপাতি আমদানির নামে ভুয়া এলসি খুলে বিদেশে টাকা পাচার এবং এনআরবি গ্লোবাল ব্যাংক থেকে শত শত কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ। 
অনুসন্ধানকালে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাদের অনেকেরই বাংলাদেশ ছাড়াও অন্য দেশের নাগরিকত্ব থাকার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে গোলাম মোহাম্মদ আলমগীর বিদেশ গমনকালে এয়ারপোর্ট থেকে বিদেশি পাসপোর্টসহ গ্রেপ্তার হয়েছিলেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও আবেদনে বলা হয়। 

উল্লেখ্য, গত ১১ মার্চ রেলের মাফিয়া শিরোনামে ম্যাক্স গ্রুপের হাজার কোটি টাকা অনিয়মের তথ্য দিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয় জাতীয় দৈনিকে। ওই প্রতিবেদন আমলে নিয়ে পরদিন রেল ভবনে ম্যাক্সের অনিয়মের ফাইলপত্র খুজতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযান শেষে তারা ব্যাপক অনিয়মের তথ্য উপাত্ত পান বলে সংবাদ সম্মেলনে জানান। এদিকে ১৩ মার্চ ম্যাক্সের অনিয়ম তদন্তে রেল সচিবের নেতৃত্বে ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে রেল উপদেষ্টা ফাওজুল কবির খান। ওই কমিটিও ম্যাক্সের নানা অনিয়মের অনুসন্ধান করছে। 

আইএ

Wordbridge School
Link copied!