• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

২১ আগস্ট গ্রেনেড হামলা

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২০, ২০২৫, ১০:২৪ এএম
তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে

ঢাকা: ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় আসামিপক্ষের দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে। বুধবার (২০ আগস্ট) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। আলোচিত এই মামলায় আসামিপক্ষ ধারাবাহিকভাবে তাদের যুক্তি তুলে ধরছে।

এর আগে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি উপস্থাপন শেষ করেছে। তারা হাইকোর্টে খালাস পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাস বাতিলের আবেদন জানিয়েছিল।

গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সব আসামিকে খালাস দেন। আদালত ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের করা আপিল মঞ্জুর করে এই রায় দেন।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই হামলায় আওয়ামী লীগের ২৪ জন নেতা-কর্মী নিহত হন এবং আহত হন শতাধিক। ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

২০১৮ সালে বিচারিক আদালত এ মামলার রায় ঘোষণা করে। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন এবং আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। পরবর্তীতে মামলার সব নথি হাইকোর্টে পাঠানো হয়।

ওএফ

Wordbridge School
Link copied!