• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজধানীতে দিনেদুপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার চার


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৭, ২০২৫, ০১:৫৭ পিএম
রাজধানীতে দিনেদুপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার চার

ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার বেলা সাড়ে ১১টায় এক যুবককে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

‎গ্রেপ্তার হওয়া চক্রের চার সদস্য হলেন— আজহারুল, নোমান, নাসিম ও জসিম। তারা বসিলা এলাকার ছিনতাইকারী চক্র ‘মাহী গ্রুপ’ এর সক্রিয় সদস্য।

ছিনতাইয় ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিও ফুটেজে দেখা যায়, কাঁধে ব্যাগ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন এক যুবক। এ সময় একটি অটোরিকশা থেকে দুইজন নেমেই যুবককে অস্ত্র দিয়ে আঘাত করে। যুবকের পকেটে থাকা মানিব্যাগ, মোবাইল কেড়ে নিয়ে মুহূর্তেই আবার অটোরিকশা নিয়ে ছিনতাইকারীরা চলে যায়।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান বলেন, গতকাল (শনিবার) বসিলায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় আমরা রাতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত চার সদস্যকে গ্রেপ্তার করেছি।

পিএস

Wordbridge School
Link copied!