• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাবি ছাত্রীকে মারধরের অভিযোগে হোস্টেল পরিচালক আটক


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৮, ২০২৫, ০৩:৪৪ পিএম
ঢাবি ছাত্রীকে মারধরের অভিযোগে হোস্টেল পরিচালক আটক

ছবি : সংগৃহীত

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে মারধরের অভিযোগে বেসরকারি ছাত্রীনিবাস ‘স্বপ্ননিবাস হোস্টেল’ এর পরিচালক রাজিয়া বেগমকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টায় তেজগাঁও কলেজের পাশে ওই হোস্টেল থেকে তাকে আটক করা হয়। রাজধানীর শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ইমাউল হক বলেন, “এ ঘটনায় তেজগাঁও কলেজের এক ছাত্রী মামলা করেছেন। সেই মামলায় হোস্টেল মালিককে গ্রেপ্তার করা হয়েছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ওই আবাসিক শিক্ষার্থী স্বপ্ননিবাস হোস্টেলে গিয়েছিলেন তেজগাঁও কলেজের ওই ছাত্রীর অতিথি হিসেবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থী জানান, “আমার হল বন্ধ থাকায় আমি আমার বান্ধবীর কাছে গেলে হোস্টেল পরিচালক আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

“পরে আমি আমার ভাইকে জানালে তিনি যখন আমাকে আনতে যায়। তখন গেইট বন্ধ করে আমাকে মারধর করে। পরে আমার ভাই পুলিশকে জানানোর পর পুলিশ আমাদেরকে সেখান থেকে উদ্ধার করে।”

ওসি ইমাউল হক বলেন, “তদন্তের ভিত্তিতে আমরা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেব।”

পিএস

Wordbridge School
Link copied!