ফাইল ছবি
রাজধানীর পল্টন থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আলোচিত পর্ন তারকা যুগল আজিম ও বৃষ্টিকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই রিমান্ডের আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাতে বান্দরবানের রোয়াংছড়ি বাস স্টেশন সংলগ্ন হাজী পাড়া এলাকার একটি ছয়তলা ভবনের ফ্ল্যাট থেকে এই যুগলকে গ্রেপ্তার করা হয়। সিআইডির একটি দল বান্দরবান জেলা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ জানায়, গত ১৫ দিন আগে তারা ওই এলাকায় বাসা ভাড়া নেন। স্থানীয়দের কাছে নিজেদের ফল ব্যবসায়ী পরিচয় দিলেও তারা বাসা থেকে খুব কমই বের হতেন। সাম্প্রতিক সময়ে পর্ন ভিডিও বানানো ও তা আন্তর্জাতিক সাইটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তারা আলোচনায় আসেন।
তদন্ত কর্মকর্তারা জানান, তারা নিয়মিত পর্ন ভিডিও তৈরি করে তা বিভিন্ন আন্তর্জাতিক ওয়েবসাইটে আপলোড করতেন। ২০২৪ সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়, যেখানে কয়েক হাজার সদস্য রয়েছে। সেখানে নতুন ভিডিওর লিংক ও তাদের উপার্জনের স্ক্রিনশট শেয়ার করা হতো। এমনকি তারা অন্যদেরও পর্ন কনটেন্ট তৈরিতে উৎসাহ দিতেন।
মামলার তদন্ত কর্মকর্তারা বলছেন, রিমান্ডে এনে এই চক্রের নেপথ্যের অর্থ লেনদেন, সহযোগী ও প্রযুক্তিগত যোগাযোগের তথ্য উদঘাটনের চেষ্টা করা হবে।
এসএইচ







































