• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিয়ের নামে নারীদের সর্বনাশ করা মুফতি কাসেমী গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৩, ২০২৫, ০৬:৫২ পিএম
বিয়ের নামে নারীদের সর্বনাশ করা মুফতি কাসেমী গ্রেপ্তার

ফাইল ছবি

ঢাকার আটিবাজারে বাসা থেকে ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে গ্রেপ্তার করা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক সাংবাদিকদের জানান, গত পরশু কাসেমীর স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় রোববার বিকেল ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে কাসেমী কেরানীগঞ্জ থানায় পুলিশ হেফাজতে আছেন।

সম্প্রতি কাসেমীর বিরুদ্ধে তার তৃতীয় স্ত্রী পরিচয়ে একটি নারী গুরুতর অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, এক বছরের বেশি সময় ধরে মৌখিক বিবাহের মাধ্যমে সংসার করলেও তাকে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা হয়েছে। নারী অভিযোগ করেন, কাসেমী ও তার প্রতিষ্ঠান মেয়েদেরকে সংসার দেওয়ার নামে ব্যবহার করছেন এবং ব্যক্তিগত সুবিধার জন্য তাদের ক্ষতি করছেন। অভিযোগে আরও বলা হয়, গর্ভপাতের জন্য জোর করা হয়েছে এবং কিশোরী বিয়ের ঘটনায়ও তার ভূমিকা রয়েছে।

নারী ফেসবুকে জানান, তিনি মামলা করেছেন এবং আশা করছেন আইনের মাধ্যমে ন্যায্য বিচার পাবেন।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!