ঢাকা : চলতি বছরের গত ১০ মাসে ঢাকার বিভিন্ন থানায় খুনের ঘটনায় মামলা হয়েছে ৪৬০টি হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরেই হয়েছে সর্বোচ্চ ১৪৮টি মামলা।
ডিএমপি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১০ মাসে ঢাকার বিভিন্ন থানায় খুনের মামলা হয়েছে ৪৬০টি, এর মধ্যে সেপ্টেম্বরেই হয়েছে সর্বোচ্চ ১৪৮টি। এ ছাড়া আগস্টে ১১৯টি, জুলাইয়ে ৫৯, অক্টোবরে ৫৮, মার্চে ১৮, মে মাসে ১৬, এপ্রিলে ১৪, জুনে ১৩, জানুয়ারিতে ১১ ও ফেব্রুয়ারিতে হত্যা মামলা হয়েছে চারটি।
আরও জানা যায়, গত ১০ মাসে দস্যুতার ১৮৩, ডাকাতির ২৯, অপহরণের ৮৭ এবং চুরির ঘটনায় মামলা হয়েছে ৫০৯টি। এর মধ্যে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে দস্যুতার মামলা ৩৯, ডাকাতি ১৪, অপহরণের ৪৭ এবং চুরির মামলা হয়েছে ৯৬টি। তবে পুলিশি ঝামেলা এড়াতে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনায় পুলিশের কাছে যান না অনেকেই। এ কারণে অপরাধের সঠিক চিত্র মামলার এই পরিসংখ্যানে উঠে আসে না।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘মাসভিত্তিক খুনের মামলার পরিসংখ্যানের হিসাবে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে অনেক বেশি মামলা হয়েছে। তবে ওই তিন মাসে খুনের মামলা হয়েছে মানেই ওই মাসগুলোতেই খুনের ঘটনা ঘটেছে এমন নয়। অনেকে বিগত দিনের খুনের ঘটনায়ও মামলা করছেন।’
এমটিআই