• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সারাদেশে বিশেষ অভিযানে ১৩৮২ জন গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক:  আগস্ট ২, ২০২৫, ০৬:০০ পিএম
সারাদেশে বিশেষ অভিযানে ১৩৮২ জন গ্রেপ্তার

ঢাকা : সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৩৮২ জন গ্রেপ্তার হয়েছে। শনিবার (২ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ৮০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে অন্যান্য মামলার আরও ৫৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও অভিযানে দুটি ওয়ান শুটারগান, পিস্তল, রিভলবার, বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ বেশকিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

পিএস

Wordbridge School
Link copied!