• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অটোমোবাইল খাতের ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৫, ২০২০, ০৩:১৬ পিএম
অটোমোবাইল খাতের ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের অটোমোবাইল খাতের তিন কোম্পানি রানার, আফতাব ও নাভানা সিএনজি লিমিটেড তাদের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। 

রোববার (১৫ নভেম্বর) ডিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে।

রানার অটো

বৈশ্বিক করোনা ভাইরাসের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটো লিমিটেডের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। যাতে শেয়ার প্রতি কোম্পানিটির (ইপিএস) হয়েছে ০.৭৭ পয়সা।  

গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৩৩ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ৬৭.১৬ টাকা।

নাভানা সিএনজি

নাভানা সিএনজি চলতি অর্থবছরের ৩ মাস (জুলাই-সেপ্টেম্বর’২০) সময়ে কোম্পানিটির লোকসান হয়েছে। 

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ৩ মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি ইপিএস হয়েছে ০.১১ টাকা। 

আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৩৩ টাকা।

২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ৩৫.৭৪ টাকায়।


আফতাব অটোমোবাইল

আফতাব অটোমোবাইল প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। 

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ৩ মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.২০ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৩০ টাকা।

২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৬০ টাকায়।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!