• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সূচকের ব্যাপক পতনে ডিএসইর লেনদেন শেষ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৩, ২০২০, ০২:৩৭ পিএম
সূচকের ব্যাপক পতনে ডিএসইর লেনদেন শেষ

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনে চলছে লেনদেন। এদিন লেনদেন দুপুর আড়াইটায় পর্যন্ত সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ দুপুর আড়াইটায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮১৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১০৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৬৯ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির, দর কমেছে ১৩৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৭টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৬১৮ কোটি ৭২ লাখ ৬৬ হাজার টাকা।

সোনালীনিউজ/এমএইচ
 

Wordbridge School
Link copied!