• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সোস্যাল ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৫, ২০২০, ০৭:১৭ পিএম
সোস্যাল ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

ঢাকা: সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ৫০০ কোটি টাকার বন্ডের অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৫ নভেম্বর) বিএসইসির ৭৫০ তম সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সোস্যাল ইসলামী ব্যাংক আনসিকিউর্ড, কন্টিজেন্ট-কনভার্টেবল, ফ্লোটিং রেট, মুদারাবা পারপেচ্যুয়াল বন্ড ইস্যু করবে।

স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, ইনস্যুরেন্স কোম্পানি, বিভিন্ন ফান্ড, কর্পোরেটস-সহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদেরকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে। 

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর টায়ার-আই-ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ দশ লাখ টাকা। এই বন্ডের প্রতি ইউনিটের অবিহিত মূল্য ১০ লাখ টাকা। 

বন্ডটির ট্রাস্টি হিসাবে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ম্যাডাটেড লিড অ্যারেঞ্জর হিসাবে সিটি ক্যাপিটাল রিসোর্স লিমিটেড ও প্রাইম ইনভেস্টম্যান্ট লিমিটেড কাজ করছে।

সোনালীনিউজ/এএস/এমএইচ

Wordbridge School
Link copied!